বাবানের কথা শোনামাত্রই আমি চেয়ার থেকে উঠে দ্রুত পায়ে টয়লেটের দিকে হাঁটতে লাগলাম। দেখলাম বাবান কালামের কানেকানে কী একটা বলে আমার পেছন-পেছন আসতে লাগল। আমি টয়লেটের দরজার সামনে পৌঁছে পেছনে ঘুরে তাকাতেই দেখলাম কালাম ইশারায় বলল, পরের লেনের দিকে যেতে। আমিও সেই বুঝে আরও কিছুটা এগিয়ে গেলাম। সোজা গিয়ে একটা সরু গলি পার হয়ে দেখলাম সামনে আরও একটা বড় টয়লেট ...

0 Comments