সকালে ঘুম ভাঙল ছেলের আদরে। চোখ খুলতেই দেখলাম যে কাল রাত্রের জামাকাপড়েই বিছানায় শুয়ে আছি আমি আর আমার বাবান আমার বুকে চড়ে আমাকে আদর করছে। ওকে সেই রুপ দেখে আমি ওকে জড়িয়ে ধরে পালটা আদর করতে করতে বললাম, “গুড মর্নিং, সোনা। ঘুম হল?” “গুড মর্নিং, শুভমিতা, মাই লাভ। আমি ভাল ঘুমিয়েছি। তুমি কেমন ঘুমালে, সোনা?” ...
0 Comments